মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশীয় আমেরিকান ১০ উপদেষ্টা পদত্যাগ করেছেন। তারা এশিয়া-আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ওই উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়েছিল। তাদের মেয়াদ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত নীতি এবং বিভিন্ন কাজের কারণেই তারা পদত্যাগ করেছেন। ট্রাম্প শপথ গ্রহণের সময়ই পদত্যাগ করেন ২০ সদস্য বিশিষ্ট এই কমিশনের ৬ সদস্য। এ পর্যন্ত পদত্যাগ করেছেন ১৬ জন সদস্য।পদত্যাগপত্রে ওই উপদেষ্টারা আলাদা আলাদাভাবে তাদের পদত্যাগের কারণ জানিয়েছেন।টিটিএন/এমএস
Advertisement