রাস্তা পারাপারের সময় জীবনের ঝুঁকি নেয়া একেবারেই উচিত নয়। ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশি দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছেন।গত বছর ওমানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১শ জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিও নিহত হয়েছেন। রাস্তা পারাপারে বাংলাদেশিদের প্রায়ই অসচেতন থাকতে দেখা গেছে। সড়ক দুর্ঘটনা এড়াতে তাই বাংলাদেশিদের রাস্তা পারাপারে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ওই কর্মকর্তা।ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৩ ভাগ বেড়েছে। এনসিএসআই জানিয়েছে, ওমানে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশিরা। বর্তমানে ৬ লাখ ৯৮ হাজর ৮৮১ জন বাংলাদেশি, ৬ লাখ ৮৯ হাজার ৬৬০ জন ভারতীয় এবং ২ লাখ ৩২ হাজার ৪২৬ জন পাকিস্তানি নাগরিক ওমানে বসবাস করে। টিটিএন/এমএস
Advertisement