নিউ ইয়র্ক শহরের চেলসিতে অ্যাপল স্টোরের ভবনের গায়ে দেখা গেছে বিস্ময়কর দৃশ্যের ছবি। মঙ্গলবার রাতে অ্যাপল স্টোরের ওই ভবনে প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিস্ময়কর ছবি।ওই ছবিতে দেখা যায়, গর্ভবান ট্রাম্পকে পেছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন পুতিন। চেলসির ফিফটিন্থ স্ট্রিট ও নাইন অ্যাভিনিউয়ে অ্যাপলের খুচরা দোকানের গায়ে ওই ছবি প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। বিশ্ব ভালোবাসা দিবসের ওই স্ট্যান্ট আয়োজন করেছিল অ্যাপ হ্যাটার নামে একটি গ্রুপ। ট্রাম্প পুতিনের নগ্ন সেই ছবির পাশে ভালোবাসার উল্টো চিত্র প্রদর্শন করেছে এই গ্রুপ। এর শিরোনামে ট্যাগ দেয়া হয়, ‘ঘৃণার মধ্য দিয়ে ভালোবাসা।’অ্যাপল স্টোরে প্রজেক্টরের সাহায্যে ফুটিয়ে তোলার পর হ্যাটার অ্যাপের ২ লাখ ব্যবহারকারী ট্রাম্পকে ঘৃণা করেন বলে জানান। হ্যাটার অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেন্ডন অ্যাপলার বিজনেস ইনসাইডারকে বলেন, ‘আমরা মানুষকে হাসানোর চেষ্টা করেছি। হাস্যরসের মাধ্যমে ঘৃণা ভালোবাসায় পরিণত হতে পারে।’এসআইএস/জেআইএম
Advertisement