খেলাধুলা

‘শ্রীলঙ্কার চেয়ে অভিজ্ঞতায় বাংলাদেশই এগিয়ে’

মুত্তিয়া মুরালিধরন খেলা ছেড়েছেন সেই ২০১১ সালে। সাঙ্গাকারা-জয়াবর্ধনেও অবসর নিয়েছেন আরও দুই বছর আগে। তারকা খেলোয়াড়দের অবসরের পর আগের সেই ক্ষুরধার শ্রীলঙ্কা এখন আর নেই। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রঙ্গনা হেরাথ খেলেছেন ৭৮টি টেস্ট আর অ্যাঞ্জেলো মাথিউজ ৬৫টি। বাকি সবার ২০ এর আশে পাশে। অনেকেই আবার একেবারেই নতুন। তাই বর্তমান এ দলটি থেকে অভিজ্ঞতায় বাংলাদেশই অনেক এগিয়ে বলে মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।চলতি মাসের শেষেই শ্রীলংকায় যাবে বাংলাদেশ। সেখানে টাইগারদের সম্ভবনা নিয়ে সুজন বলেন, ‘সাকিব-তামিম-মুশফিক অনেক টেস্ট খেলেছে। ওরা অনেক অভিজ্ঞ। আমি মনে করে শ্রীলঙ্কার চেয়ে আমরা অভিজ্ঞতায় এগিয়ে থাকবো। আমার বিশ্বাস এই সিরিজটি জিততে আমরা যথেষ্ট সামর্থ্যবান। প্রতিটি সংস্করণে আমরা ভালো ক্রিকেট খেলবো। আমার মনে হয় আমাদের এই দলটার সেই সামর্থ্য আছে।’সম্প্রতি নিউজিল্যান্ড ও ভারত থেকে খালি হাতে ফিরলেও দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। টাইগাররা সঠিক প্রসেসেই ছিল বলে জানান সুজন। তাই এ দলটি নিয়ে আশাবাদী তিনি। শ্রীলংকায় ইতিবাচক ফলাফল হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।‘আমার মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলছি। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। ভারতেও ভালো খেলেছে। যদিও ফলাফল আমাদের দিকে আসেনি। তবে প্রসেসগুলো ঠিক ছিলো। ছোটখাটো ভুল ছিলো। এটা হয়, কারণ আমরা অনেক গ্যাপে টেস্ট খেলি।তবে আমি মনে করে গত দুটো সিরিজ ছেলেদের নিজেদের খেলা দেখানোর সুযোগ ছিলো। সামনের সিরিজটি, শ্রীলঙ্কার বিপক্ষে খুবই কঠিন সিরিজ। আমি বিশ্বাস করি, সেখানে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’আরটি/আইএইচএস/পিআর

Advertisement