ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশকে উপেক্ষা করার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সকালে সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস-প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।তিনি বলেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। কারণ বাংলাদেশের চারদিক ভারতের সীমান্ত দিয়ে ঘেরা। স্বাভাবিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের স্বার্থে তারা বাংলাদেশকে উপেক্ষা করতে পারবে না। ভারতের সমর্থনে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে- বিএনপির এই বক্তব্য সর্ম্পককে অর্থমন্ত্রী বলেন, তারা নিজেরাই (বিএনপি) পরমুখাপেক্ষী । বিদেশী প্রভুদের অনুগ্রহ ছাড়া চলতে পারে না। পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসার খবর বানোয়াট উল্লেখ করে তিনি জানান, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে।
Advertisement