খেলাধুলা

আইপিএলে সাকিব-মোস্তাফিজের ম্যাচের সময়সূচি

সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এর মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের দশম আসর। বুধবার আইপিএল কর্তৃপক্ষ দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।  এদিকে আইপিএলে দু’বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই দু’বারই ব্যাট ও বল হাতে আলো ছড়ান সাকিব আল হাসান। আসন্ন আসরের জন্য তাকে রেখে দিয়েছে কেকেআর।আর প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে বাজিমাত করেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেই দেশে ফেরেন। তাই এবারও তাকে ছাড়েনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাকিব-মোস্তাফিজের কারণে আইপিএল নিয়ে বাংলাদেশি দর্শকদেরও আগ্রহও বেশি। এবার দেখে নেওয়া যাক মোস্তাফিজের সানরাইজার্স হায়দবাবাদ ও সাকিবের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচের সময়সূচি:  ৫ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৭ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: গুজরাট-কেকেআর৯ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: হায়দরাবাদ-গুজরাট লায়নস৯ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: মুম্বাই-কেকেআর১২ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: মুম্বাই ইন্ডিয়ানস-হায়দরাবাদ১৩ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: কেকেআর-পাঞ্জাব১৫ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: কেকেআর-হায়দরাবাদ১৭ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব১৭ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: দিল্লি-কেকেআর১৯ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস২১ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: কেকেআর-গুজরাট২২ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: রাইজিং পুনে-হায়দরাবাদ২৩ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: কেকেআর-বেঙ্গালুরু২৫ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: বেঙ্গালুরু-হায়দরাবাদ২৬ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: রাইজিং পুনে-কেকেআর২৮ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: পাঞ্জাব-হায়দরাবাদ২৮ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায়: কেকেআর-দিল্লি৩০ এপ্রিল, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-কেকেআর২ মে, রাত সাড়ে ৮টায়: দিল্লি-হায়দরাবাদ৩ মে, রাত সাড়ে ৮টায়: কেকেআর-রাইজিং পুনে৬ মে, বিকেল সাড়ে ৪টায়: হায়দরাবাদ-রাইজিং পুনে৭ মে, বিকেল সাড়ে ৪টায়: বেঙ্গালুরু-কেকেআর৮ মে, রাত সাড়ে ৮টায়: হায়দরাবাদ-মুম্বাই৯ মে, রাত সাড়ে ৮টায়: পাঞ্জাব-কেকেআর১৩ মে, বিকেল সাড়ে ৪টায়: গুজরাট-হায়দরাবাদ১৩ মে, রাত সাড়ে ৮টায়: কেকেআর-মুম্বাই এমআর/পিআর

Advertisement