খেলাধুলা

সুপার সিক্সেও জয়ে শুরু বাংলাদেশের

লক্ষ্যটা খুব বড় ছিল না; ১৪৫ রানের। তাতে কী? সাবধানী ব্যাটিং-ই করেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ফলও পেয়েছেন। আজ বুধবার আয়ারল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে রোমানা আহমেদের দল। আর তাতে সুপার সিক্সেও বড় জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে পরাস্ত করেছিলেন রোমানা-সালমারা।কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে আইরিশ নারীরা। জবাবে ৩৯.১ ওভারে (৬৫ বল হাতে রেখেই) মাত্র ৩ উইকেট খুইয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৪০ রানের মাথায়। লেউইসের শিকার হয়ে সবার আগে সাজঘরে ফেরেন ওপেনার শারমিন সুলতানা। ২২ রান করেন এই ওপেনার। তবে অপর ওপেনার শারমিন আক্তার মাঠ ছাড়েন দলের কাছাকাছি পৌঁছে দিয়েই। ৫২ রানের মূল্যবান এক ইনিংস দলকে উপহার দেন তিনি।এরপর তিনে ব্যাট করতে নেমে রান আউটে কাটা পড়েন সানজিদা ইসলাম; থামেন ২ রানেই। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফারজানা হক ও রোমানা আহমেদ। ফারজানা ৩৪ ও রোমানা ২৪ রানে অপরাজিত থাকেন। আইরিশদের পক্ষে একটি করে উইকেট নেন লেউইস ও রেইলি।এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না আয়ারল্যান্ডের। ১৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে আসে দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে; শিলিংটন ও দিলানি। ২৪ রান করেন জয়েস। ১৬ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার কেন্দাল।বাংলাদেশের সেরা বোলার জাহানারা আলম। ৯ ওভারে ২১ রান দিয়ে ঝুলিতে জমা করেছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা ও রোমানা আহমেদ। একটি উইকেট দখলে নিয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন।এনইউ/এমএস

Advertisement