রাজনীতি

অবশেষে একসঙ্গে খোকন- সেলিম

অবশেষে একসঙ্গে হলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। সিটি নির্বাচন নিয়ে সমর্থনের বিষয়ে অস্পষ্টতা দূর করে শুক্রবার দুপুরে একই সঙ্গে চকবাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা। এসময় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানান হাজী সেলিম। উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে এবার দক্ষিণের মেয়র পদের মনোনয়নপত্র নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, যিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিমও মেয়র হতে সাংসদ পদ ছাড়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র কেনেন।আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করতে সংসদ সদস্যপদ ছাড়তে হয়; যা হাজি সেলিমের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।এ পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের নেতা হাজি সেলিমকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন বলে গণমাধ্যমের খবর। পরে হাজি সেলিম মনোনয়নপত্র জমা না দিয়ে ফেইসবুকে এক স্ট্যাটাসে ভারতে যাওয়ার কথা জানান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরদিন সোমবার আওয়ামী লীগের এই নেতাকে দেখা যায় সংসদে। তিনি স্পিকারকে বলেন, মেয়র প্রার্থী হতে তিনি সংসদ সদস্যপদ ছাড়তে চিঠি দিলেও তা ছিঁড়ে ফেলা হয়েছে। তবে কে ছিঁড়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি পুরান ঢাকার এই ব্যবসায়ী।এএইচ/পিআর

Advertisement