খেলাধুলা

ইংল্যান্ডে পাকিস্তানি ক্রিকেটার আটক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্নীতির অভিযোগে শারজিল খান ও খালিদ লতিফের পর পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নাসির জামশেদ। এবার আইসিসির তদন্তের ভিত্তিতে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জামশেদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।এর আগে ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসরেই স্পট-ফিক্সিং সংক্রান্ত বিষয়ে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছিল পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের বিরুদ্ধে। মিরপুর থানা-পুলিশ তাকে আটকও করেছিল। এবার একই অভিযোগে জামশেদ আটক হয়েছেন লন্ডনে। তবে আগামী এপ্রিল পর্যন্ত নাকি জামিনও মঞ্জুর করিয়ে নিয়েছেন।এদিকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, `নাসির জামশেদকে আটক করার কথা আমি শুনেছি। তার সঙ্গে আরও দুইকে আটক করা হয়েছে। তারা ব্রিটেনের মাটিতে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল, সে জন্য তাদের আটক করা হয়েছে।’ উল্লেখ্য, পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৪৮টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন জামশেদ। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে দলে ছিলেন। এরপর বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েন। এমআর/এমএস

Advertisement