আন্তর্জাতিক

কাশ্মির সীমান্তে ২০ মিটার দীর্ঘ সুরঙ্গের সন্ধান

কাশ্মির সীমান্তে পাকিস্তান থেকে শুরু হওয়া ২০ মিটার দীর্ঘ একটি সুরঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার জম্মু-কাশ্মিরের রামগড়ের সাম্বা সেক্টরে ওই সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ধর্মেন্দ্র পারিক। পাকিস্তান থেকে ভারতে সন্ত্রাসীদের প্রবেশে সহায়তা করতেই ওই সুরঙ্গ কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  ধর্মেন্দ্র পারিক জানেয়েছেন, সুরঙ্গটি চওড়ায় আড়াই ফুট। এর গভীরতাও প্রায় আড়াই ফুট। সুরঙ্গের কাজ এখনো বাকি আছে। এর কাজ সমাপ্ত হওয়ার আগেই এটি শনাক্ত করা সম্ভব হয়েছে। বিএসএফের একটি প্রশিক্ষণের সময় আন্তর্জাতিক সীমান্তে ২শ কিলোমিটার দীর্ঘ ওই সুরঙ্গটির সন্ধান মেলে। সীমান্তে নজরদারি বেড়ে যাওয়ায় সীমানা পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা অনেকটা কমে এসেছে। এ কারণে ভারতে ঢুকতে সীমান্ত এলাকায় সুড়ঙ্গ খোঁড়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছে বিএসএফ।টিটিএন/এমএস

Advertisement