সবাই শুনতে পাচ্ছেবিল্টু এফএম রেডিও স্টেশনে কল করল-বিল্টু : হ্যালো, এটা কী এফএম...?আরজে : জি, বলুন।বিল্টু : আমার কথা কী পুরা শহরে শোনা যাচ্ছে?আরজে : হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে বলুন।বিল্টু : তার মানে আমার বোন যে রেডিও শুনছে, সেও শুনতে পাচ্ছে?আরজে : আরে ভাই, হ্যাঁ।বিল্টু : হ্যালো পিংকি, যদি আমার কথা শুনতে পাস তাহলে জলদি পানির মোটর চালু কর। আমি টয়লেটে বইসা আছি আর পানি শেষ। তোর নম্বরটাও বন্ধ। জলদি কর!****তোমার মত সুন্দরী আমার গোলামরাজ দরবারে নাচ করছে এক অপরূপ রূপসী। রাজা ছিলেন অনেক কুৎসিত। নাচ শেষে রূপসী রাজাকে উদ্দেশ্য করে বলল-নর্তকী : জাহাপনার আজ্ঞা হলে একটা প্রশ্ন করব!রাজা : হ্যা, নিশ্চয়ই।রূপসী : উপরওয়ালা যখন সৌন্দর্য দান করছিলেন তখন আপনি কোথায় ছিলেন?মজলিসের সবাই হতবাক। কতবড় দুঃসাহস যে রাজার সৌন্দর্য নিয়ে কটাক্ষ করে! রাজা সাদাসিধা ছিলেন তাই রাগ না করেই মুচকি হেসে জবাব দিলেন-রাজা : ওহে সুন্দরী, তুমি যখন সৌন্দর্য নেয়ার লাইনে দাঁড়িয়েছিলে, আমি তখন সৌভাগ্যের লাইনে দাঁড়িয়ে সৌভাগ্য নিচ্ছিলাম। তাই আজ দেখো তোমার মত সুন্দরী আমার গোলাম হয়ে রাজ-মনোরঞ্জন করতে ব্যস্ত।****যৌতুক বলে কিছু থাকবে নাযৌতুকবিরোধী জনসভায় এক সুশীল ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন-সুশীল : ভাই ও বোনেরা, আমি আপনাদের কথা দিচ্ছি- আগামী মাস থেকে আমার এলাকায় যৌতুক বলে কিছু থাকবে না।সহকারী : আপনি চলতি মাস থেকেই যৌতুক তুলে দেন।সুশীল : আরে বোঝছ না কেন, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে।এসইউ/পিআর
Advertisement