ফিচার

১৫ বার অনার্স-মাস্টার্স করে রেকর্ড

যেখানে একজন ব্যক্তি একটি করে অনার্স-মাস্টার্স করতেই হিমশিম খান সেখানে ১৫ বার অনার্স-মাস্টার্স করা কারো কারো জন্য অকল্পনীয়। বিষয়টি অকল্পনীয় হলেও অসাধ্য নয়। প্রায় অসাধ্য এই কাজটি করেছেন এক ইতালিয়ান নাগরিক। নাম তার লুসিয়ানো বাইত্তি। বয়স ৭০।লুসিয়ানো বাইত্তির বসবাস ইতালির রাজধানী রোমের কাছে আলবান হিলের ভেলেট্রি শহরে। এ মানুষটিই এখন বিশ্বব্যাপী সকলেরই কাছে বিস্ময়। এ পর্যন্ত তিনি অনার্স-মাস্টার্স করেছেন ১৫ বার। লুসিয়ানো বাইত্তি গভীর রাতে (৩টা) ঘুম বাদ দিয়ে পাঠ্যবই পড়া শুরু করেন একনাগাড়ে। গভীর রাতে পড়ার অভ্যাসের কারণে লুসিয়ানো অর্জন করেছেন ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫টি অনার্স-মাস্টার্স ডিগ্রি।লুসিয়ানো গণমাধ্যমকে বলেন, বইগুলোর প্রতি ধন্যবাদ জানাই। প্রতিটি সময় আমি নিজেকে নতুন চ্যালেঞ্জে নিযুক্ত করি এবং এর মাধ্যমে আমি দেখতে চাই, আমার শরীর এবং মেধা কতদূর যেতে পারে।এর আগে, লুসিয়ানো ২০০২ সালে আটবার ডিগ্রি নিয়ে গিনেস বুকে নাম লেখান। তিনি যেসব বিষয়ে ডিগ্রি নিয়েছেন তার মধ্যে রয়েছে- সমাজবিজ্ঞান, সাহিত্য, আইন, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন। লুসিয়ানো তার বেশির ভাগ ডিগ্রি অর্জন করেছেন বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত রোমের স্বনামধন্য লা সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি থেকে। তার অন্য যে সাত বিষয়ে ডিগ্রি রয়েছে, তার মধ্যে অন্যতম- অপরাধবিদ্যা। এছাড়া তিনি পর্যটন বিষয়েও ডিগ্রি অর্জন করেছেন। সূত্র : এএফপিএমএমজেড/এআরএস/পিআর

Advertisement