আন্তর্জাতিক

নিলামে উঠবে জয়ললিতার সম্পত্তি

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ১শ কোটি টাকা জরিমানা করেছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। মঙ্গলবার ওই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।৬৬ দশমিক ৬৫ কোটি টাকার দুর্নীতির মামলায় শশিকলা ও তার দুই আত্মীয়কে কারাদণ্ড দিয়েছে শীর্ষ আদালত। সেই মামলার আসল অভিযুক্ত ছিলেন জয়ললিতাই। বাকি তিন জনের মতো তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। সঙ্গে ১শ কোটি টাকা জরিমানা। ৫শ’ পৃষ্ঠার রায়ে উঠে এসেছে জয়ললিতা কিভাবে হিসাব-বহির্ভূত সম্পত্তি জড়ো করেছিলেন। শশিকলা ও অন্যরা তার সহযোগী ছিলেন। নিজের বেআইনি সম্পত্তি শশিকলা এবং শশীকলার আত্মীয় ও তাদের মালিকানাধীন সংস্থার নামে লিখে দিয়েছিলেন আম্মা। আইনজীবীদের মতে, জয়ললিতার জন্য ধার্য ১শ কোটি টাকা জরিমানা আদায় করা হবে। তার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট এবং গয়না থেকেই এই টাকা আদায় করা হবে।আদালত মনে করছে, তার বিশাল মূল্যের অলঙ্কারের পেছনেও দুর্নীতি ছিল। ২০১৬ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের আগে হলফনামায় জয়ললিতা জানিয়েছিলেন, তার অলঙ্কারের মূল্যই ৪১ দশমিক ৬৩ কোটি টাকা। তা ছাড়া তার নামে বেশ কয়েকটি সংস্থা, প্রচুর আবাদি জমি ও সাতটি গাড়ি রয়েছে। সব মিলিয়ে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির দাম ১১৩ দশমিক ৭৩ কোটি টাকা। তামিলনাড়ুর প্রবীণ আইনজীবী ভি কন্নাদাসনের মতে, জয়ললিতার এই বিপুল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেই জরিমানার ১শ কোটি টাকা আদায় করা হবে। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু ব্যক্তিগত সম্পত্তিতে হাত দেয়া হবে না। হিন্দু উত্তরাধিকার আইন মেনে তার ভাই, বোন বা তাদের ছেলেমেয়ে ওই ব্যক্তিগত সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন।টিটিএন/পিআর

Advertisement