সাগরে চলছে নির্বিচারে ডলফিন নিধন। জেলেদের জালে আটকা পড়লেই ডলফিন পিটিয়ে মেরে ফেলা হয়। মৃত এই ডলফিন ভেসে আসছে তীরে। কক্সবাজারের টেকনাফ সৈকতে গত এক সপ্তাহে ভেসে আসছে অন্তত ১৫টি মৃত ডলফিন। মৃত ডলফিনের দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে টেকনাফ উপকূলের বিভিন্ন স্থানে জোয়ারের পানিতে এসব মৃত ডলফিন ভেসে আসতে দেখা গেছে। ভেসে আসা এসব ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। টেকনাফে দরগারছড়া এলাকার জেলে আবদুর রশিদ ও নজরুল ইসলাম জানান, বুধবার ( ১ এপ্রিল) বিকেলে দরগারছড়া ও রাজারছড়া সৈকতের বালুচরে একই স্থানে তিনটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখা গেছে। প্রতিটির ওজন প্রায় তিন মণ ও লম্বায় ছয় ফুট।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, পৃথিবীতে প্রায় ৪০ প্রজাতির ডলফিন রয়েছে, বঙ্গোপসাগরে সামুদ্রিক ডলফিনের অনেক প্রজাতি বর্তমানে বিলুপ্তপ্রায়। তিনি জানান, এভাবে ডলফিন নিধন জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে।টেকনাফে বেসরকারি সংস্থা মেরিন লাইভ অ্যালায়েন্সে কর্মরত পরিবেশকর্মী মো. হাসান জানান, জেলেদের নিষ্ঠুরতায় ব্যাপক হারে দুর্লভ প্রজাতির ডলফিনের মৃত্যু হচ্ছে। এসএইচএ/এমএস
Advertisement