আন্তর্জাতিক

গাজায় আবারও ইসরায়েলি হামলা শুরু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশের পর ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে ইসরায়েলের বীরসেবায় তিনটি রকেট হামলা ছোড়ার অভিযোগে মঙ্গলবার এ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। খবর আলজাজিরার।নেতানিয়াহু মঙ্গলবার দেশটির সেনাবাহিনীকে গাজায় ‘সন্ত্রাসী’দের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেন। এ সময় তিনি মিসরের কায়রোতে গাজায় দীর্ঘস্থায়ী অস্ত্রবিরতি নিয়ে আলোচনারত ইসরায়েলি আলোচকদের দেশে ফেরার নির্দেশও দেন।ইসরায়েল সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘হামাসের অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাবে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী আইডিএফ’কে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আবারও গাজা উপত্যকায় হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।’এর আগে গাজায় ২৪ ঘণ্টা মেয়াদ বাড়ানো অস্ত্রবিরতি স্থানীয় সময় রাত ৯টায় শেষ হওয়ার কথা ছিল।প্রায় ৮ দিন পর ইসরায়েলি বাহিনীর শুরু করা এ হামলা ও মিসর থেকে আলোচকদের ফেরার নির্দেশ ইসরায়েল-ফিলিস্তিন দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলে দিল।প্রসঙ্গত, গত ৮ জুলাই থেকে গাজায় শুরু করা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০১৬ ফিলিস্তিনি নিহত ও ১০ হাজার ১৯৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫৪১ শিশু, ২৫০ নারী ও ৯৫ জন বৃদ্ধ রয়েছে।

Advertisement