অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর মহাব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।ইতোপূর্বে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, সচিব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ ও ২ এ মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি, যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয় হতে ইন্টারন্যাশনাল ফিন্যান্স বিষয়ে এমফিল ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইডি ডিগ্রি অর্জন করেন। আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকে ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে যোগদান করেন এবং চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।ফাইনান্স, ব্যাংকিং, ইন্সিওরেন্স, রেমিটেন্স ও সংশ্লিষ্ট বিষয়ে তার বেশ কিছু প্রকাশনা রয়েছে। তিনি এশিয়াটিক সোসাইটিজ অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বাংলা পিডিয়ারও একজন কন্ট্রিবিউটর। তিনি সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রাস্ট সেন্টার এর একজন কাউন্সিলর হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দাফতরিক প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, জার্মানি, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারত ভ্রমণ করেন।এসআই/এসএইচএস/পিআর

Advertisement