আন্তর্জাতিক

মার্কিন-থাইল্যান্ড যৌথ সেনা মহড়ায় কোবরার রক্ত পান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত এশিয়া নীতির মাঝেই থাইল্যান্ডে ‘কোবরা গোল্ড’ শিরোনামে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এশিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সর্ববৃহৎ এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের জঙ্গলে।  থাইল্যান্ডে ২০১৪ সালের অভ্যূত্থানের পর থেকে দেশটিতে সেনা সহায়তা বন্ধ রাখা হয়েছিল। পরে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় দেশটি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম পরাশক্তি ও প্রতিদ্বন্দ্বী চীন। চীনকে মোকাবেলায় দক্ষিণ-এশিয়ায় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মার্কিন প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছে। থাইল্যান্ডে মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘কোবরা গোল্ড’ যৌথ মহড়ার একটি ভিডিওতে কোবরার রক্ত পান করতে দেখা গেছে সেনাদের। কোবরা গোল্ড মহড়ার উদ্বোধনীতে এ বছর মার্কিন প্যাসিফিক কমান্ডের অ্যাডমিরাল হ্যারি হ্যারিস অংশ নিয়েছেন। ২০১৪ সালের থাই বিপ্লবের পর এই প্রথম মার্কিন শীর্ষস্থানীয় কোনো সেনা কর্মকর্তা সেদেশে যৌথ মহড়ার উদ্বোধন করলেন।  এসআইএস/জেআইএম

Advertisement