জাতীয়

নিবিড় পর্যবেক্ষণে ভাষাসৈনিক মতিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাষাসৈনিক আবদুল মতিন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তার শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে। আবদুল মতিনের সহধর্মিণী গুলবদন নেসা মনিকা বিষয়টি জানান।তিনি বলেন, আবদুল মতিনের মস্তিষ্কে রক্ত জমাট বেধে আছে। চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে অপারেশন করা হবে। তবে উনার শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের ১০ম তলায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ভাষাসৈনিক।মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আবদুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।এর আগে সোমবার দুপুরে ব্রেন স্ট্রোক করার পর রাজধানীর সাতমসজিদ রোডের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement