খেলাধুলা

হাসপাতালে দাদীর পাশে নাসির

অসুস্থ দাদীর পাশে হাসপাতালে সময় কাটালেন বাংলাদেশ ক্রিকেট দলের আলরাউন্ডার নাসির হোসেন। বুধবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে নাসিরের দাদী মরিয়ম নেছাকে (১০৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের মঞ্চ শেষ করে দেশে ফিরে নাসির রংপুর আসেন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। এরই মধ্যে তার দাদী মরিয়ম নেছা বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নাসিরের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিলো। বর্তমানে সে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মরিয়ম নেছা দীর্ঘ কয়েক বছর ধরে শ্বাসকষ্টসহ দূরারোগ্য ব্যধিতে ভুগছেন। সকালে অসুস্থ দাদীর পাশে বেশ কয়েক ঘণ্টা সময় কাটান নাসির হোসেন। এসময় দাদির সঙ্গে বেশ খোশ গল্পে মেতে থাকার চেষ্টা করেন তিনি। পরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় নাসির তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে ভক্ত ও বন্ধুদের জানান, ‘দেশের বাড়ি (রংপুর) থেকে ফিরছি, অনেক খারাপ লাগছে। ব্যাস্ততার কারণে সবসময় দূরে থাকতে হয় যেতে না ইচ্ছা করলেও চলে যেতে হয়। আজকে (বৃহস্পতিবার) একটু বেশি খারাপ লাগছে। তাও ভালো লাগছে যাওয়ার আগে দাদির কাছে দোয়া নিয়ে গেলাম। দাদীকে জিজ্ঞাসা করলাম ‘দাদি তুমি কী বিয়ে করবা? দাদী বলল, ‘হ্যাঁ করব। যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নিব, ওই দুনিয়াতে গিয়ে তোর দাদাকে আরেকবার বিয়ে করব’। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার দাদীর আশা পূরণ করতে পারি! এসআরজে

Advertisement