কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এর আগে হামলার শুরুতেই নিহত হয় ১৪ জন। পরে শতাধিক জিম্মিদের মধ্যে আরো ৫৭ জনকে হত্যা করে জঙ্গিরা। এর আগে, বৃহস্পতিবার ভোরে কেনিয়ার উত্তর পূর্বের সোমালিয়া সীমান্তে গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এক টুইটার বার্তায় তারা হামলার দায় স্বীকার করেছে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকাইজারি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলাকারী চার জঙ্গি সেনা-পুলিশের অভিযানে নিহত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৫০০ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে ৭৯ জন। এদের মধ্যে নয় শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। জঙ্গিদের মৃত্যুর পর শিক্ষার্থীদের মৃতদেহ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার রাতভর কেনিয়ার বড় বড় শহরে কারফিউ জারি করা হয়েছে। কেনিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ও জিম্মি ঘটনার মূল হোতা আল শাবাবের মোহামেদ কুনো। সরকার তার মাথার দাম হাঁকিয়েছে ২ লাখ ১৭ হাজার মার্কিন ডলার। আল শাবাব তাদের বিবৃতিতে প্রথম দিকে বলেছিল, বিশ্ববিদ্যালয়ের খ্রিষ্টান ও মুক্তমনা মুসলিম শিক্ষার্থীদের জিম্মি করা হয়েছে। মোহামেদ কুনো গারিসার একটি ইসলামি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২০০৭ সালে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি নিজের নাম পাল্টে ‘দুলায়াডিয়ান’ রাখেন, যার অর্থ ‘লম্বা অস্ত্রধারী ব্যক্তি’।এসআরজে
Advertisement