রাজনীতি

ভোটবিহীন আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিতে হুদাকে নিয়োগ : ফারুক

৫ জানুয়ারির মতোই আরেকটি ‘ভোটবিহীন’ নির্বাচনের প্রস্তুতি নিতে সিইসি হিসেবে নুরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।তিনি বলেন, ভোটবিহীন নির্বাচনের জন্য নুরুল হুদাকে সিইসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই দেই বছর ভোটবিহীন নির্বাচনেরর জন্য তার ট্রেনিং হবে। আগামীকাল সিইসি শপথ নেবেন। পরে রকিব কমিশনের মতোই স্থানীয় সরকার নির্বাচন করবেন তিনি। কারণ প্রধানমন্ত্রীর কথা ছাড়া তিনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না।সরকারকে আলোচনার দ্বার উন্মোক্তের আহ্বান জানিয়ে ফারুক বলেন, খোলা মাঠে গোল দেয়ার চেষ্টা করবেন না। যদি খেলার প্রতিপক্ষ চান তাহলে বিএনপির জন্য নির্বাচনের পথ উন্মোক্ত করুন। আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বক্তব্য রাখেন।এমএম/এএইচ/এমএস

Advertisement