অর্থনীতি

টানা সাত কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ারবাজারে মূল্য সূচক ও লেনদেন উভয় বেড়েছে। এ নিয়ে টানা সাত কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যহত থাকলো।  এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯৫ তে দাঁড়িয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরদিকে কমেছে ৯১টির এবং অপরিবর্তীত আছে ৪১টির দাম। লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ১৮ লাখ টাকা বেশি। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। এ দিন কোম্পানির ৭৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসির ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৫ পয়েন্টে। ৬৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তীত রয়েছে ৩১টির। এমএএস/এএইচ/জেআইএম

Advertisement