বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান একেবারে শেষ দিকে। তালিকায় স্থান পাওয়া ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৯তম। মঙ্গলবার ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ঢাকার পরে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক শহর। বাসযোগ্য শহরের তালিকায় প্রথম হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এছাড়া অস্ট্রিয়ার ভিয়েনা দ্বিতীয়, কানাডার ভ্যানকোবার তৃতীয় ও টরন্টো চতুর্থ স্থানে রয়েছে। মেলবোর্ন এ নিয়ে টানা চতুর্থবার তালিকায় শীর্ষস্থান অধিকার করলো।মোট ১০০ স্কোরের মধ্যে ঢাকা পেয়েছে ৩৮ দশমিক ৭। তালিকায় নিচের দিক থেকে ঢাকার উপরে রয়েছে যথাক্রমে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবি, নাইজেরিয়ার রাজধানী লাগোস, জিম্বাবুয়ের রাজধানী হারারে, পাকিস্তানের করাচি ও আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, ক্যামেরুনের দোয়ালা ও ইরানের তেহরান।রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবার মান, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো সুবিধা বিবেচনায় নিয়ে ইআইইউ প্রতিবছর এ তালিকা করে। এবারের প্রতিবেদনে আফগানিস্তানের কাবুল ও ইরাকের বাগদাদ শহরকে বিবেচনায় নেয়া হয়নি।
Advertisement