সাহিত্য

হাবীবাহ্ নাসরীনের কবিতা

তুমি মানে আমিও       -হাবীবাহ্ নাসরীনতুমি মানে তুমি নও, তুমি মানে আমিওসবচেয়ে সুন্দর, সবচেয়ে দামী ওসবচেয়ে সুরভিত, সবচেয়ে মায়াময়ক্লান্তি শ্রান্তি শেষে প্রশান্তি ছায়াময়টুকটাক কিছু কথা, কিছু রাগ অকারণযতটা তোমাকে দেখি সবটা অসাধারণতোমাকে দেখেই শিখি ভালোবাসা বিনিময়আমি তো আনাড়ি খুব, কী থেকে কী যে হয়!ভুল করে ভুল হলে ইশারায় থামিওতুমি মানে তুমি নও, তুমি মানে আমিও!আমি মানে আমি নই, আমি মানে তুমিওহঠাৎ ক্লান্তি এলে ডানপাশে ঘুমিওবামপাশে আমি রবো অপলক তাকিয়েচাঁদ তারা সাথী হবে রাতটাকে জাগিয়েতুমি যাবে ঘুমদেশে আমি হবো নিশাচরতোমাতে নিমজ্জিত, প্রহরায় রাতভরআঙুলে আঙুল গেঁথে পবিত্র বন্ধনতুমি হবে আনন্দ, তুমি হবে ক্রন্দনসুখের বাজবে বাঁশি, বেহালা, ঝুমঝুমিওআমি মানে আমি নই, আমি মানে তুমিও!এইচএন/এমএস

Advertisement