জাতীয়

একনেকের বৈঠকে পল্লী জনপদ প্রকল্প অনুমোদন

গ্রামীণ এলাকায় বসবাসরত মানুষের আবাসনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের ৭টি বিভাগে সমবায়ভিত্তিক বহুতল ভবন ‘পল্লী জনপদ’ নির্মাণে ৪২৪ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার রাজধানীর শেরোবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক’এর বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, ৭ বিভাগের ৭টি উপজেলায় গ্রোথ সেন্টারে চারতলাবিশিষ্ট আকারে এই ভবন নির্মাণ করা হবে। প্রত্যেক জনপদ বা গ্রামে ২৭২ জন বসবাস করতে পারবে।তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে প্রকল্প আরো সম্প্রসারণ করা হবে।প্রকল্পের আওতায় চারটি ক্যাটাগরিতে ভবন নির্মাণ করা হবে। ফ্লোর প্ল্যানগুলো হলো-টাইপ এ-তে ফ্ল্যাটের আকার হবে ৯১৫ বর্গ ফুট, টাইপ বি-তে ৭১০ বর্গফুট, টাইপ সি-তে ৪৬০ বর্গফুট এবং ফ্ল্যাট ডি-তে ৩৬৫ বর্গফুট। প্রতি বর্গফুটের মূল্য ১৬০৩ টাকা।প্রকল্পের প্রধান কার্যক্রম হলো- ৪তলা বিশিষ্ট ৭টি ভবন এবং গবাদিপশু ও হাঁস-মুরগী পালনসহ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত ৩ তলা বিশিষ্ট ৭টি ভবন নির্মাণ। সৌর প্যানেল স্থাপন ও নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা। বৃষ্টির পানি সংরক্ষণ আধার নির্মাণ। অগ্নি নির্বাপকের সুযোগ এবং পরিবেশ উন্নয়নে জলাধার নির্মাণ। বায়োগ্যস প্লান্ট নির্মাণ এবং এই প্ল্যান্ট হতে উৎকৃষ্টমানের জৈবসার উৎপাদন ও বিপনন।সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ এবং পরিকল্পনা কমিশনের সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস

Advertisement