খেলাধুলা

‘আমার কাজ দায়িত্ব পালন করা, বাকি দায়িত্ব বোর্ডের’

নিউজিল্যান্ডে দুই টেস্টের একটিতে পুরোপুরিই ছিলেন মাঠের বাইরে। অন্যটিতে পুরো থাকতে পারেননি ইনজুরির কারণে; মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। এরপর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহীম শুধু দলেই ফেরেননি, নেতৃত্ব, উইকেটকিপিং এবং ব্যাটিং- তিন দায়িত্বই তিনি সমানভাবে পালন করেছেন এই টেস্টে।তবে হায়দরাবাদে এসে ব্যাট হাতে যতটা ভালো খেলেছেন, তার চেয়েও বেশি মুশফিকের নেতৃত্ব এবং তার উইকেটের পেছনে দাঁড়ানোটা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাচ মিস কিংবা সিহজ স্ট্যাম্পিং মিসের মতো ঘটনা ঘটিয়েছেন তিনি। নেতৃত্বেও খুব একটা আক্রমণাত্মক থাকতে পারেননি। বোলার ব্যবহার থেকে শুরু করে অনেক কিছুতেই প্রশ্ন উঠে গেছে।এমন পরিস্থিতিতে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার বিদেশি কয়েকটি মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন, মুশফিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। এমনকি উইকেটকিপিংয়েও হয়তো তাকে অব্যাহতি দেয়া হতে পারে। তিনি দলে থাকবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। এমনকি আসন্ন শ্রীলঙ্কা সফরেই হয়তো আর গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা নাও যেতে পারে মুশফিককে।গত দু’দিন রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আলোচনার বিষয়বস্তু ছিল এগুলোই। অবশেষে হায়দরাবাদ টেস্ট শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের কাছে এ প্রশ্নটা তুলে দেয়া হলো। বলা হলো আপনি তো দলের সেরা ব্যাটসম্যান। তবে নেতৃত্ব কিংবা উইকেটরক্ষক হিসেবে সম্ভবত আপনাকে আর রাখছে না বিসিবি। এ ব্যাপারে জানতে চাইলে মুশফিক জানালেন, দলে কিভাবে থাকবো, না থাকবো; এটা ভাবার দায়িত্ব তার নয়। এটা বোর্ডের। তিনি শুধু তার ওপর আরোপিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।  তার আগে অবশ্য দলের সেরা ব্যাটসম্যান বলা কিছুটা আপত্তিও জানালেন, ‘আমার টেস্ট ব্যাটিং গড় তো ৩৩ বা ৩৪-এর বেশি না। আমি কিভাবে দলের সেরা ব্যাটসম্যান হতে পারি?’ পরক্ষণেই চলে আসলেন নেতৃত্বের প্রসঙ্গে, ‘আমি যদি দু্টি বা তিনটি দায়িত্বে থাকি, তার মানে বোর্ড বা ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমার দায়িত্ব তিনটি দায়িত্বই ভালোভাবে পালন করা। আমি যদি ভালো করতে না পারি, তাহলে তারা যা মনে করবেন, সিদ্ধান্ত নিতে পারেন।’তবে তিনটি দায়িত্বই তিনি উপভোগ করছেন বলে জানালেন মুশফিক। তিনি বলেন, ‘আমি তিনটি দায়িত্বই উপভেগ করছি। কারণ আমি মাঠে থাকতে ভালোবাসি। মাঠে সময় কাটানোর উপায় হলো সেখানে দায়িত্ব পালন করা, ড্রেসিং রুমে বসে নয়। আমি আমার সব দায়িত্ব ভালোবাসি। তারপরও কিছু হলে সিদ্ধান্ত নেওয়ার লোক আছে বাইরে। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি তিনটিই দারুণ পছন্দ করি। আর নেতৃত্ব আমার হাতে নেই। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।’টেস্টে দেশকে নেতৃত্ব দেয়া কিংবা দেশের হয়ে খেলতে পারাটাই অনেক বড় সম্মানের বলে মনে করেন মুশফিক। সে কথাই তিনি উচ্চারণ করলেন সংবাদ সম্মেলনে, ‘সব সমযই বলছি আমি খুবই সৌভাগ্যবান যে, একটা দেশের হয়ে আমি এমন তিনটা জব করতে পারছি। আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিয়েছেন। আমি আমার কাজটা করে যেতে চাই। এখন যদি বোর্ড বা ম্যানেজম্যান্ট মনে করে এ সিদ্ধান্ত নিলে বা এ কাজটা না করলে আমার ভালো হবে, সেই সিদ্ধান্ত তাদের; কিন্তু আমাকে যখন বলবে, তখন বলব আমি সব সময় এটা করতে পছন্দ করি।’আইএইচএস/এনইউ/জেআইএম

Advertisement