দেশজুড়ে

হাকিমপুরে পুলিশের ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের ওসি ও দুই এসআইয়ের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন জোবাইদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী।বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এই মামলাটি দায়ের করেন তিনি।মামলায় হাকিমপুর থানা পুলিশের ওসি মোখলেছুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ও পলাশ সরকারকে আসামি করা হয়েছে।আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারী মামলাটি গ্রহণ করে আগামী ৪ মে’র মধ্যে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।মামলার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেল ৩ টায় মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জোবাইদুল ইসলাম হাকিমপুর থানার হিলির চারমাথা এলাকায় গেলে এসআই মতিয়ার রহমান তার মোটরসাইকেল থামিয়ে মালিকানার কাগজপত্র দেখতে চায়। কিন্তু, তার কাছে তাৎক্ষণিক কাগজপত্র না থাকায় বাড়ি থেকে এনে দিতে চায়। পরে সে বাড়িতে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে আশরাফুল ইসলাম নামে একজনকে সঙ্গে নিয়ে কাগজপত্রসহ থানায় গেলে থানার ওসি মোখলেছুর রহমানের কক্ষে এসআই মতিয়ার ও পলাশ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না দেখে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।এ সময় ব্যবসায়ী জোবাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে চড়-থাপ্পর ও মৃত্যুর ভয় দেখায় অভিযুক্তরা। পরে বাদী জোবাইদুল ইসলামকে অন্যায়ভাবে জোরপূর্বক থানায় আটকে রাখে ও তার সাথে থাকা আশরাফুল ইসলামকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়।এসময় উক্ত পুলিশ সদস্যরা আশরাফুল ইসলামকে এক লাখ টাকা চাঁদা না দিলে মিথ্যা ডাকাতি ও পেট্রলবোমা হামলা মামলায় জড়ানো হবে বলে জানায়।পরে আশরাফুল ইসলাম থানায় এসে এসআই মতিয়ার রহমানের মাধ্যমে ওসিকে ২০ হাজার টাকা দিলেও ব্যবসায়ী জোবাইদুল ইসলামকে ছেড়ে না দিয়ে পরের দিন একটি ডাকাতি মামলায় আদালতে চালান দেয়। শুধু তাই নয়, ১০ জানুয়ারি ওসি ও এসআইয়ের ঈঙ্গিতে ঘোড়াঘাট থানা পুলিশ দ:বি: আইনের ৩৯৪ ধারায় আরও একটি মামলায় তাকে পুন:গ্রেফতার দেখায়।এমএএস/আরআই

Advertisement