বিনোদন

পরিবর্তন দিয়ে প্রথমবার রুমির সুরে গাইলেন বেলাল

পরিবর্তন দিয়ে প্রথমবার রুমির সুরে গাইলেন বেলাল

কণ্ঠশিল্পী পরিচয়ের বাইরে আরেফিন রুমি ও বেলাল খান দুজনই সুপরিচিত সংগীত পরিচালক। এতদিন তারা আলাদাভাবে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখলেও একসঙ্গে কাজ করেননি কখনও। মজার ব্যাপার হচ্ছে, এবারই প্রথমবার রুমি-বেলাল একসঙ্গে গান করেছেন। সেটি সম্ভব হয়েছে বিভিটির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের জন্য। সোমেশ্বর অলির কথা ও আরেফিন রুমির সংগীতে অনুষ্ঠানটির একটি গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। ‘আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি’- শিরোনামের এই গানটি নিয়ে রুমি-বেলাল দুজনই বেশ উচ্ছ্বসিত। তারা আশা করছেন, সবার কাছে গানটি ভালো লাগবে।পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনজাম মাসুদ। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারের পর্বেও নানা চমক রাখা হয়েছে। এই পর্বটি প্রচার হবে ১৯ ফেব্রুয়ারি (রোববার) ১০টার ইংরেজি সংবাদের পর। এনই/এলএ

Advertisement