ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনকারীরা।বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব পাইকপাড়া থেকে সর্বদলীয় নাগরিক সমাজের ব্যানারে একটি ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়।পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ হাতে বিভিন্ন ব্যানার, প্লে-কার্ড ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা দ্রুত অজিত দাসের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ে বাঁধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা বাজার এলাকায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী উজ্জলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অজিত দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।এমজেড/আরআই
Advertisement