জাতীয়

রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী বণ্টনে গণমাধ্যমের সহযোগিতা আহ্বান

বাংলাদেশে চলে আসা রোহিঙ্গা মুসলিমদের জন্য মালয়েশিয়া সরকার ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এ ত্রাণ সামগ্রী সুষ্ঠু বণ্টনে সকলের, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, রোহিঙ্গাদের সাহায্য করার জন্য মালয়েশিয়া সরকার একটি ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে। ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বণ্টনে সহায়তার জন্য গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।জাহাজে কি পরিমাণ ত্রাণ আছে জানতে চাইলে সচিব বলেন, এটা এখনও জানা যায়নি। এদিকে, মালয়েশিয়ার অনলাইন পত্রিকা স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, প্রথমে বাংলাদেশের টেকনাফ বন্দর ব্যবহারের অনুমতি পাওয়া গেলেও জাহাজটি বড় হওয়ায় তা সেখানে নেয়া হয়নি। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরে জাহাজটি নোঙর করার অনুমতি চাওয়া হয়। তবে অনুমতি চাওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখনও কোনো সাড়া দেয়নি।এমইউএইচ/ওআর/পিআর

Advertisement