তৃতীয়বারের মত আয়োজিত হচ্ছে দক্ষিণ এশিয় শিল্পকলা বিষয়ক বিশ্বের সর্ববৃহৎ শিল্পকলার মঞ্চ ঢাকা আর্ট সামিট। পৃথিবীর উল্লেখযোগ্য যাদুঘরের প্রতিনিধি যেমন- লন্ডনের টেট মডার্ন, প্যারিসের সেন্টার পমপিডু, নিউ ইয়র্কের গুগেনহাইম এবং শিল্পী নিখিল চোপড়া সহ আরো অনেকে তৃতীয় ঢাকা আর্ট সামিটের কিউরেটরিয়াল টিমের সাথে যূক্ত।সামদানি আর্ট এওয়ার্ড ২০১৬ এর সম্মানিত বিচারক মন্ডলিতে থাকবেন ডেলফিনা ফাউন্ডেশন, দ্য নিউ মিউজিয়াম, কুন্সষ্ঠাল জুরিখ এবং সেন্টার পমপিডুর মত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। ২০১৬ সালের ৫ থেকে ৮ই ফেব্রুয়ারিতে সামদানি আর্ট ফাউন্ডেশন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে যৌথভাবে অয়োজন করতে যাচ্ছে ঢাকা আর্ট সামিটের তৃতীয় সংস্করন। তৃতীয় ঢাকা আর্ট সামিট একটি নন- কমার্শিয়াল প্লাটফর্ম হিসেবে বাংলাদেশ এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে শিল্পী, কিউরেটর, যাদুঘর প্রতিনিধি, স্কলার এবং পরিদর্শকদের একত্রিত করবে।ঢাকা আর্ট সামিট এর তৃতীয় সংস্করণ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা আর্ট সামিট এর ডিরেক্টর নাদিয়া সামদানি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ডিরেক্টর জেনারেল জনাব লিয়াকত আলি লাকী, ঢাকা আর্ট সামিট এর সাংগঠনিক কমিটি মেম্বার জনাব গাউসুল আলম শাওন, কিউরেটর অব বাংলাদেশী কনটেম্পরারি আর্ট এক্সিবিশন, ঢাকা আর্ট সামিট জনাব মুনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, দ্বিতীয় ঢাকা আর্ট সামিটে তিন দিনে ৭০,০০০ এর অধিক দর্শকের পদচারনা ঢাকা আর্ট সামিটকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পকলার মিলনমেলায় পরিচিতি এনে দিয়েছিল। যার ফলশ্রুতিতে ২০১৪ সালের ঢাকা আর্ট সামিটের অনেক প্রজেক্ট পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পকলার ইভেন্ট যেমন- বার্লিন বিয়েনাল, দ্যা কুইন্স মিউজিয়াম, কচি-মুজিরিস বিয়েনাল এবং কুন্সষ্ঠাল বাসেলে প্রর্দশীত হয়েছে। দ্বিতীয় ঢাকা আর্ট সামিটের নাঈম মোহাইমেন ও রাক্স মিডিয়া কালেকটিভের উল্লেখযোগ্য দুটি প্রজেক্ট এইবারের ৫৬তম আর্ন্তজাতিক বিয়েনালে ডি ভেনেজিয়ার মেইন প্যাভিলিয়ানে সামদানি আর্ট ফাউন্ডেশনের সহায়তায় প্রর্দশিত হবে যা কিউরেট করবেন ওকুউই এনওয়েঝর।সামদানি আর্ট ফাউন্ডেশনের আর্টিষ্টিক ডাইরেক্টর ডায়ানা কেম্পবেল বেটানকোর্ট তৃতীয় ঢাকা আর্ট সামিটের আর্টিষ্টিক টিমের নাম ঘোষণা করছেন এবং তিনি সলো আর্ট প্রজেক্ট, পাবলিক আর্ট প্রজেক্ট এবং টকশো কিউরেট করবেন। তৃতীয় ঢাকা আর্ট সামিটের আর্টিষ্টিক টিমের মধ্যে আছেন লন্ডনের টেট মর্ডান। সহযোগী কিউরেটর নাদা রাজা দক্ষিণ এশিয় শিল্পে প্রজন্ম জুড়ে চলে আসা বৈজ্ঞানিক কল্পকাহিনী ও বিপরীতমূখী ভবিষ্যতের প্রভাব অনুসন্ধাণ করবেন। প্যারিসের সেন্টার পমপিডুর অরেলিয়েন লিমোনিয়ের বাংলাদেশের আর্কিটেক্চারের উপর একটি প্রদশর্নী কিউরেট করবেন। যা পরবর্তীতে সেন্টার পমপিডুর বৃহত্তর রিসার্চের অংশ হিসেবে উল্লেখ করা হবে। শ্যানায় জাবেরি ফিল্ম প্রোগ্রাম এবং নিখিল চোপড়া, মাধবী গোড় ও জানা প্রেপেলুহকে সঙ্গে নিয়ে পারফর্মেন্স প্রোগ্রাম কিউরেট করবেন। তৃতীয় ঢাকা আর্ট সামিটে আরো থাকছে বাংলাদেশি শিল্পীদের নিয়ে একটি প্রদশর্নী যা কিউরেট করবেন গ্যালারি চিত্রক’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনিরুজ্জামান। ঢাকা আর্ট সামিটের তৃতীয় সংস্করনে বেশ কিছু নতুন কার্যক্রম যোগ হতে যাচ্ছে। ‘রিওয়াইন্ড’ একটি নন-কর্মাশিয়াল সেকশন যেখানে ১৯৮০ সালের আগের দক্ষিণ এশিয় শিল্পীদের প্রদশর্ন করা হবে। এই সেকশনের এড্ভাইসর হিসেবে আছেন রুবিন মিউজিয়ামের বেথ সাইট্রোন, এশিয়া আর্ট আর্কাইভের সাবিহ আহমেদ গুগেনহাইম মিউজিয়ামের আমারা আনটিলা।ঢাকা আর্ট সামিটে নতুন আরেকটি সেকশন ক্রিটিক্যাল রাইটিং শুরু করতে যাচ্ছে। সেখানে ২০ জন আন্তর্জাতিক শিল্পবিষয়ক লেখক দক্ষিণ এশিয় শিল্পবিষয়ক পরীক্ষামূলক লেখা নিয়ে গবেষণা করবেন। ঢাকা আর্ট সামিটের আরেকটি আকর্ষণ হল স্পীকার প্যানেল। সেখানে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর ১৫টি দেশের মোট ৩৫জন স্পীকার তাদের অভিজ্ঞতা সামিটে আগত দশর্কদের কাছে ব্যক্ত করবেন। সামদানি আর্ট ফাউন্ডেশন বরাবরের ন্যায় এইবারেও ডেলফিনা ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সামদানি আর্ট এওয়ার্ড এর ঘোষণা করতে যাচ্ছে। যার পুরস্কার স্বরুপ একজন উদীয়মান বাংলাদেশি শিল্পী পাবেন লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে তিন মাসের রেসিডেন্সি প্রেগ্রামে অংশগ্রহন। ১০জন ফাইনালিস্টকে নিয়ে সুইজারল্যান্ডের কুন্সষ্ঠাল জুরিখের ডাইরেক্টর ডেনিয়েল ভাওমেন তৃতীয় ঢাকা আর্ট সামিটে একটি প্রদশর্নী কিউরেট করবেন যার সার্বিক সহযোগিতায় থাকবে প্রোহেলভেশিয়া-সুইস আর্টস কাউন্সিল। ২০১৬ সালের সামদানি আর্ট এওয়ার্ড’র সম্মানিত বিচারক মন্ডলীতে থাকবেন পিনাল্ট কালেকশনের কিউরেটর ক্যারূলিন বরঘি, প্যারা/সাইটের ডিরেক্টর কসমিন কসটিনাস, সেন্টার পমপিডুর ডেপুটি ডাইরেক্টর ক্যাটরিন ডেভিড, নিউ মিউজিয়ামের ডাইরেক্টর মাস্যিমিলিয়ানু গিয়ানু, এবং ডেলফিনা ফাউন্ডেশনের ডাইরেক্টর এ্যারন চিজার। ২০১৪ সালের সামদানি আর্ট এওয়ার্ড বিজয়ী হলেন আয়েশা সুলতানা।এলএ/আরআইপি
Advertisement