বিনোদন

নায়িকায় বিরক্ত দিলওয়ালের পরিচালক

নিজের সিনেমার নায়িকার উপর বেজায় চটেছেন দিলওয়ালের পরিচালক রোহিত শেঠী। জানা যায় নায়িকা কীর্তি স্যাননের জন্যে শূটিংয়ের কাজে ব্যাঘাত ঘটছে।দিলওয়ালে সিনেমার মূলচরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান ও কাজল। এছাড়াও রয়েছে বরুন ধাওয়ান আর কীর্তি স্যানন। সম্প্রতি কীর্তি- ধাওয়ানের ভাগের শূটিং এর কাজে হাত দিয়েছেন পরিচালক রোহিত শেঠী। কিন্তু বাদ সেধেছে নায়িকা কীর্তির বন্ধুরা।প্রথম দিনেই বেশ কয়েকজন বন্ধু নিয়ে হাজির হন নায়িকা কীর্তি স্যানন। বন্ধুরা আবার কিং খানের ভীষন ফ্যান। তাকে দেখতে চান, ফটোগ্রাফ-অটোগ্রাফ নানান আবদার। এতে করে শুটিং এর সময় অপচয় এবং মনযোগ নষ্ট হচ্ছিলো।প্রথমদিন পরিচালক ছাড় দিয়েছেন একটু। কিন্তু একই ঘটনা দ্বিতীয় দিন ঘটায় বেজায় চটেন রোহিত শেঠী। পরিচালকের ধমক খেয়ে কীর্তি স্যানন ও সচেতন হয়ে যান। পরিচালকের ওপর খানিক রাগও হয়েছে তার। কিন্তু প্রফেশনালিজম বড় বিষয়।রাআহা/এলএ/আরআই

Advertisement