কেনিয়ার উত্তর পূর্বের সোমালিয়া সীমান্তে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ এবং সাহায্যকারি সংস্থাগুলো বলছে গ্যারিসা বিশ্ববিদ্যালয় কলেজে কয়েকজন শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছে হামলাকারীরা।প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখান থেকে এলোপাথারি গুলির শব্দ শোনা যাচ্ছে।এদিকে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহনীর সদস্যরা বর্তমানে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রেখেছে।বার্তা সংস্থা রয়টার্সকে একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পাঁচজন মুখোশপরা বন্ধুকধারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এখন তারা কিছু শিক্ষার্থীকে জিম্মী করে রেখেছে।কেনিয়ার রেড ক্রস বলছে, প্রায় ৫০ জনের মত শিক্ষার্থী বের হয়ে আসতে পেরেছে। তবে সঠিক সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজন ভিতরে আটকা রয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি। -বিবিসিআরএস/আরআই
Advertisement