জাতীয়

শামারুখ হত্যা : হুমায়ুনের জামিন বহাল

হলি ফ্যামিলির চিকিৎসক ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলার আসামি তার স্বামী হুমায়ুন সুলতানের হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। ফলে হুমায়ুনের মুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।এর আগে গত ২রা মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ থেকে জামিন পান হুমায়ুন। এর দুই দিনের মাথায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিত করে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন এবং নিয়মিত আপিল করতে বলেন। এরপর গত ৯ই মার্চ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন। এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেন।উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি টিপু সুলতানের বাসা থেকে ডা. শামারুখকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে সময় হমায়ুনের পরিবার দাবি করে শামারুখ আত্মহত্যা করেছেন। অন্যদিকে শামারুখের পরিবার অভিযোগ করে তাকে হত্যা করা হয়েছে।এএইচ/আরআইপি

Advertisement