অর্থনীতি

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরও।দিনশেষ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৮৫ কোটি টাকা।  ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে চার হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। এ দিন টাকায় লেনদেন হয়েছে ২৭৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৮৫ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি টাকা।ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৭টির দাম বেড়েছে, কমেছে ২০৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪০ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৪টির, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা।এসআই/এএইচ/আরআইপি

Advertisement