পাকিস্তানের সামনে সুযোগ ছিল ভারতকে হারিয়ে প্রথম ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারানোর প্রতিশোধ নেওয়ার। তবে সুযোগটা কাজে লাগাতে পারলো না পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালেও স্বাগতিকদের কাছে ৯ উইকেটে হেরে গেছে তারা। রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দল। জবাবে ১৭.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। এর আগে ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।এমআর/এমএস
Advertisement