রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রোকসানা বেগম লাইলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রংপুর শহরের টেক্সটাইল মোড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় রোগীর ছেলে লিজার, নিউটন ও নিকটাত্মীয় শিরী বেগম আহত হয়েছেন। ডাক্তার জানিয়েছেন শিরী বেগমের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রোকসানা বেগম লাইলী গাইবান্ধার কামারজানি ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলাম মানিকের স্ত্রী।পুলিশ ও নিহতের স্বজন ফেরদৌস আলম জানান, রোকসানা বেগম লাইলী গাইবান্ধা হাসপাতাল থেকে রংপুর মেডিকেলে যাওয়ার পথে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রংপুর শহরের টেক্সটাইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোকসানা বেগম লাইলী নিহত হন। এসময় অ্যাম্বুলেন্সে থাকা লাইলীর ছেলে লিজার, নিউটন ও নিকটাত্মীয় শিরী বেগম আহত হন। তারা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।রংপুর কোতয়ালি থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।এমএএস/আরআইপি
Advertisement