রাজনীতি

আওয়ামী তৃণমূল লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তৃণমূল জনতার চেতনা’ শীর্ষক এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে সকালে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা ও সংগঠনটির সভাপতি মো. শাহেদুল আলম চৌধুরী টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনকে বিতর্কিত করা জন্য বিএনপি-জামায়াত এখন থেকেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। অন্যান্য নেতাদের পাশাপাশি দলটির (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াও আজেবাজে মন্তব্য করছেন। ফলে সবাইকে সতর্ক থাকতে হবে।খালেদা জিয়ার সমালোচনা করে গোলাপ বলেন, খালেদা জিয়া বলেছিলেন নির্বাচন কমিশনে একজন মহিলা চাই। অথচ তাদের দেয়া নামের তালিকায় কোনো মহিলা নেই। নির্বাচন কমিশনাররা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো প্রসাশনিক কাজ জড়িত ছিলেন এমন লোক যেন না হয় তিনি (খালেদা জিয়া) এটাও বলেছিলেন। অথচ বিএনপির দেয়া তালিকায় এমন একজন রয়েছেন। অর্থাৎ তারা (বিএনপি) মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না।২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন শুধু সংবিধান রক্ষা নয়, শুধু গণতন্ত্রকে সুরক্ষা করেনি, ওই নির্বাচন পিছনের দরজা দিয়ে অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পথকে রোধ করে আজ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। বাংলাদেশের মানুষ আজ সুখে আছে, শান্তিতে আছে।আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশ থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আরএস

Advertisement