খেলাধুলা

দুই সেশনেই শেষ করার ইচ্ছা ভারতের

পঞ্চম দিন পর্যন্ত টেস্ট টেনে নিয়ে যেতে পারলো বাংলাদেশ। যদিও পরাজয়ের সামনেই দাঁড়িয়ে মুশফিকুর রহীমরা। পুরো একটা দিন, তিনটি সেশন এবং ৯০ ওভার খেলা বাকি। বাংলাদেশের হাতে আছে আর মাত্র সাত উইকেট। এর মধ্যে ব্যাট করতে পারেন চারজন। বাকি তিনজন জেনুইন বোলার। অশ্বিন-জাদেজারা যেভাবে বল ঘুরাতে শুরু করেছে, তাতে বাংলাদেশ কি পারবে ভারতের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে? সে প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন, কত দ্রুত বাংলাদেশকে অলআউট করতে চায় ভারত?চতুর্থ দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ভারতীয় দলের ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা জানালেন, ‘যত দ্রুত সম্ভব পারা যায়- বাংলাদেশকে অলআউট করতে চাই।’ উইকেটে এখনও টিকে রয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনের ২৮ রানের জুটি যেমন বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে, তত শঙ্কা বাড়াচ্ছে ভারতকে। যদিও পুজারা কথা-বার্তায় সেটা ফুটিয়ে তোলেননি। বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে স্বীকার করে পুজারা বলেন, ‘ওরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছে। তবে আশা করছি, কাল প্রথম দুই সেশনে ওদের ৭ উইকেট তুলে নিতে পারবো। তাদেরকে মোকাবেলা করতে গিয়ে আমাদের বোলাররাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমি আমাদের বোলারদের সমালোচনা করছি না।’যদিও কাজটা ভারতীয় বোলারদের জন্য কঠিন হবে বলেই বিশ্বাস করছেন পুজারা। তিনি মনে করেন, উইকেট এতটা সহজ নয় যে স্পিনাররা ভালো করতে পারবে। পুজারা বলেন, ‘আমরা ভেবেছিলাম তৃতীয় দিন থেকেই উইকেটে টার্ন পেতে শুরু করবে বোলাররা; কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ দিন থেকে উইকেটে বোলাররা টার্ন পাচ্ছে। তবুও আমাদের বোলাররা ভালো করছে। সব কৃতিত্ব বোলারদেরই। তবে এটা খুব সহজ উইকেট নয়। কারণ এই উইকেটে দু’দলই অনেক রান তুলেছে। আমাদেরকে আরও যত্নবান হতে হবে। আমার বিশ্বাস ওরা ভালো বল করবে এবং দ্রুত উইকেট নেবে।’ প্রথম ইনিংসে বাংলাদেশ প্রায় ১২৮ ওভারে ব্যাটিং করেছে। এ জন্য তিনি মনে করছেন এই উইকেটে বল করা বেশ কঠিন। পুজারা বলেন, ‘আমি আমাদের বোলারদের সমালোচনা করতে চাই না। কন্ডিশন ওদের জন্য কঠিন ছিল।’আইএইচএস/এনইউ/পিআর

Advertisement