ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকারকে দেশটির শতাধিক ব্যবসায়ী নেতা প্রকাশ্যে সমর্থন দিলেন। আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে গতকাল বুধবার তারা ক্যামেরনের প্রতি এ সমর্থন ব্যক্ত করেন। খবর রয়টার্সের।ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফে এক খোলা চিঠিতে ১০৩ ব্যবসায়ী নেতা বলেন, আমরা বিশ্বাস করি, কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো। এ সরকার এমন কিছু নীতি গ্রহণ করেছে যা ছিল বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থান সৃষ্টি করেছে। তারা বলেন, প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে তা ব্রিটেনের ২ দশমিক ৯ ট্রিলিয়ন অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে। লেবার পার্টির সরকার হলে বর্তমান সরকারের অর্থনীতি পুনরুদ্ধারের ধারা ব্যাহত হবে বলেও তারা সতর্ক করে দেন।ব্রিটেনে আগামী ৭ মে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই জোরালো প্রচার কার্যক্রম শুরু করেছে দলগুলো। জনমত জরিপ অনুযায়ী কনজারভেটিভ বা লেবার পার্টি কোনো দলই পার্লামেন্টের ৬৫০ আসনের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা (সিইও) চিঠিতে বলেন, বর্তমান ধারায় কোনো পরিবর্তন হলে তা কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে এবং বিনিয়োগ ব্যাহত করবে। এটি ব্রিটেন সম্পর্কে নেতিবাচক বার্তা দেবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ঝুঁকির মুখে ফেলবে। সিইওদের মধ্যে রয়েছেন বিপির (ব্রিটিশ পেট্রোলিয়াম) বব ডুডলে, আর্কাডিয়া রিটেইল গ্রুপের প্রধান ফিলিপ গ্রিন, উদ্যোক্তা লাক জনসন এবং প্রুডেনশিয়াল ইন্স্যুরেন্সের বিদায়ী প্রধান টিডজানে থিয়াম। এসএস/এআরএস/আরআইপি
Advertisement