লাক্স সুপারস্টারের খেতাব বিজয়ের পর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয়েছিল বিদ্যা সিনহা মীমের অভিনয় ক্যারিয়ার। তবে টিভি নাটক দিয়েই পেয়েছেন তারকাখ্যাতি।সাম্প্রতিক সময়ে অনেক টিভি তারকা ঝুঁকছেন চলচ্চিত্রের দিকে। সে সব অভিনেত্রীর অনেকে চলচ্চিত্রে গিয়ে নিজেকে খোলামেলাভাবে তুলে ধরছেন। মীমও হাঁটছেন সে পথ ধরেই। চেষ্টা চালিয়ে যাচ্ছেন বড় পর্দায় নিজেকে থিতু করার। তারই একটি কৌশল হিসেবে প্রায় ছেড়েই দিয়েছেন ছোট পর্দার কাজ।সম্প্রতি প্রকাশিত হয়েছে বাপ্পি-মীম অভিনীত ‘সুইট হার্ট’ চলচ্চিত্রের টিজার। ওয়াজেদ আলী সুমন পরিচালিত চলচ্চিত্রটির টিজারে বেশ খোলামেলাভাবেই দেখা গেছে মীমকে। ‘সুইট হার্ট’ চলচ্চিত্রের টিজারে বাপ্পির সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ও যৌন উত্তেজক দৃশ্যে দেখা গেছে মীমকে। রয়েছে কিছু চুমু দৃশ্যও। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই টিজারে একটি গানের মাঝে টুকরা টুকরা প্রেমের দৃশ্য তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবার পর থেকে এরইমধ্যে প্রায় সাড়ে তিন লাখের মতো দেখা হয়েছে টিজারটি। আশা করা হচ্ছে এই ছবিটিই হবে মীমের টানিং পয়েন্ট। যা দিয়ে তিনি নিজেকে ঢাকাই চলচ্চিত্রে আগামী দিনের রানী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।এদিকে ছোট পর্দায় নাটক-টেলিফিল্ম না করলেও বিজ্ঞাপনে কাজ করছেন মীম। বিদেশে সুইট হার্ট ছবির শুটিং শেষ করে ২৩ মার্চ দেশে ফিরেই অংশ নিয়েছেন দিদার মাহমুদের পরিচালনায় ‘যমুনা ফ্রিজ’র নতুন বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটিতে তার সাথে কাজ করেছেন ছোট পর্দার প্রিয় মুখ নাঈম।তবে মীম ভক্তদের জন্য একদম তাজা খবরটি হলো প্রথমবারের মতো ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন এই মিষ্টি নায়িকা। চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘ফার্স্ট জানুয়ারি’ শিরোনামে ছবিটি পরিচালনা করবেন আশীষ কুমার। সম্প্রতি ইমন ও মিমকে চুক্তিবদ্ধ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওপেন স্কাই মুভিজ এন্টারটেইনমেন্ট। আসছে সেপ্টেম্বর থেকে দুই দেশেই ছবির শুটিং হবে। প্রসঙ্গত, জুটি হিসেবে ইমন-মিমের প্রথম ছবি ছিল খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’। এলএ/এমএস
Advertisement