জাতীয়

মন্ত্রী-এমপিরা যথা সময়ে সংসদে নেই

জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশন চলছে ঢিলেঢালাভাবে। মন্ত্রী-এমপিদের অনুপস্থিতির কারণে যথা সময়ে সংসদের বৈঠক শুরু হচ্ছে না। এ কারণে প্রতিদিনই কোরাম (৬০) পূর্ণ না হওয়ায় দেরিতে শুরু হচ্ছে সংসদের কার্যক্রম।বর্তমানে সংসদের ১৪তম অধিবেশন চলছে। রোববারের বৈঠক শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৪টায়। কিন্তু নির্দিষ্ট সময়ে সংসদে উপস্থিত ছিলেন মাত্র দুজন মন্ত্রী এবং ১৩ জন সংসদ সদস্য মিলিয়ে মোট ১৫ জন। এতে তৈরি হয় কোরাম সংকট। এ কারণে সংসদের বৈঠক শুরু হতে ১৯ মিনিট দেরি হয়।এ সময় মন্ত্রীদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংসদে তাদের নিজ নিজ আসনে অবস্থান করতে দেখা যায়। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন সদস্য।সংবিধান অনুযায়ী কোরাম পূর্ণ হতে ৬০ জন সদস্যকে উপস্থিত থাকতে হয়। আর নির্ধারিত সময়ে দুজন মন্ত্রী ও ১৩ সংসদ সদস্য মিলে উপস্থিত ছিলেন মাত্র ১৫ জন। এতে তৈরি হয় কোরাম সংকটের। এ সময় কোরাম পূর্ণ করতে প্রধান হুইপ আ স ম ফিরোজের তৎপরতা লক্ষ্য করা যায়।নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর বিকেল ৪টা ৩৫ মিনিটে উপস্থিত হন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর আস্তে আস্তে সংসদে প্রবেশ করেন কয়েকজন সংসদ সদস্য। ৪টা ৪১ মিনিটে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এবং ৪টা ৪৫ মিনিটে প্রবেশ করেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী-এমপি মিলিয়ে ৬১ জন নিয়ে পরে বিকেল ৪টা ৪৯ মিনিটে সংসদের বৈঠক শুরু হয়। অথচ এদিন পানিসম্পদমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল।এর আগে গত ৩০ জানুয়ারি সোমবার রাত ৮টার পর সংসদে কোরাম না থাকার দাবি তুলেছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। পরে সংসদে কোরাম রয়েছে বলে নিশ্চিত করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বিকেল ৪টায় দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।এইচএস/বিএ/পিআর

Advertisement