খেলাধুলা

সাঙ্গাকারাকে অবসরের ভাবনা পুনর্বিবেচনার অনুরোধ

বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ভাবনা পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রী নেভিন দিশানায়েকে বুধবার তাকে আরো এক বছর খেলা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। সূত্র: বাসস।নেভিন দিশানায়েকে সাংবাদিকদের জানান, সরকার আশা করছে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখানো ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা শ্রীলঙ্কা ক্রিকেটকে শক্তিশালী করার জন্য আরো কিছু দিন টেস্ট ক্রিকেট অব্যাহত রাখবেন।কলম্বোতে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশের ক্রীড়া মন্ত্রী হিসেবে কুমার সাঙ্গাকারার কাছে আমার বিনীত অনুরোধ তিনি যেন তার অবসর ভাবনা পুনর্বিবেচনা করেন এবং দেশের জন্য আরো এক বছর খেলা অব্যাহত রাখেন।’সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন করেছে শ্রীলঙ্কা সরকার। দিশানায়েকে বলেন, বোর্ডে বেশ কিছু দিন যাবত দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই সাবেক টেস্ট খেলোয়াড় সিদাথ বেটিমুনির নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তীকালীন কমিটি ‘সকল জঞ্জাল পরিষ্কার’ করতে সক্ষম হবে বলে আশা করছেন তিনি।মন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ চলাকালে নিউজিল্যান্ডে আমি তার (সাঙ্গাকারা) সঙ্গে কথা বলেছি।’ ‘ক্রিকেট প্রশাসন নিয়ে তিনি খুবই হতাশ এবং অসুখী। এখন সেখানে পরিবর্তন এসেছে এবং তার মত পরিবর্তন হতে পারে বলে আমি আশা করছি।’ দিশানায়েক বলেন বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখানোর পর বাঁ-হাতি এ ব্যাটসম্যানকে আরো অন্তত এক বছর খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে সাঙ্গাকারার সঙ্গে সিদাথকে আলোচনা করতে বলা হয়েছে।নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাঙ্গাকারা টুর্নামেন্ট রেকর্ড পর পর চার ম্যাচে সেঞ্চুরি করেছেন। সাত ম্যাচে ১০৮ গড়ে টুর্নামেন্টে তার মোট রান ছিল ৫৪১।টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা ব্যাটসম্যান লঙ্কন দলের সাবেক অধিনায়ক সাঙ্গাকারা একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটেও রয়েছেন দ্বিতীয় স্থানে।বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে টুর্নামেন্টের আগেই ঘোষণা দিয়েছিলেন সাঙ্গাকারা। আগামী কয়েক মাসের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।ক্রিকইনফো ওয়েবসাইটকে তিনি বলেছিলেন, ‘আগামী জুন-জুলাইয়ে টেস্ট সিরিজ রয়েছে এবং আগস্টের শেষ দিকে বিদায় নেব।’আসন্ন গ্রীষ্ম মৌসুমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে  শ্রীলঙ্কার টেস্ট সিরিজ রয়েছে। অবশ্য টেস্ট সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।সাঙ্গাকারা ইতোমধ্যে ২০১৫-১৬ মৌসুমের জন্য ইংলিশ কাউন্টি দল সারের সঙ্গে চুক্তি করেছেন।বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ টেস্ট রানের মালিক সাঙ্গাকারা ১২,২০৩ রান নিয়ে আছেন সর্বকালের সেরা তালিকার ষষ্ঠ স্থানে।মন্ত্রীর আহবানের বিষয়ে তাৎক্ষণিকভাবে সাঙ্গাকারার কোন মন্তব্য পাওয়া যায়নি।এমজেড/এআরএস/এমএস

Advertisement