ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে মেয়র পদে দু`জন, কাউন্সিলর পদে ৭৬ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ঋণখেলাপি রয়েছেন। বুধবার খেলাপি প্রার্থীদের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি সূত্র এ তথ্য জানিয়েছে।সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া বাবুল সরদার চাখারী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া মো. নাঈম হাসানের নামে খেলাপি ঋণ রয়েছে বলে তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।প্রার্থীদের ব্যাংকঋণের তথ্য যাচাইয়ের জন্য গত ৩০ মার্চ নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ জানানো হয়। এর আগে গত ২৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংক থেকে সব ব্যাংককে চিঠি দিয়ে ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়। গত ২৯ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন মেয়র পদে ঢাকা দক্ষিণে ২৬ জন এবং উত্তরে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া ঢাকা উত্তরে সংরক্ষিত কাউন্সিলর পদে ১২টি ওয়ার্ডে ১৩৫ জন এবং ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৯৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৫৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ও ৬৩২ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট এক হাজার ৬৩৫ জন প্রার্থীর একটি তালিকা নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয় যাচাই-বাছাইয়ের জন্য। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, খেলাপি ঋণ রয়েছে এমন ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দেওয়া হলে নির্বাচনে অংশ নিতে পারেন। ঋণখেলাপি প্রার্থীদের বেশির ভাগই সোনালী, পূবালী ও ব্র্যাক ব্যাংকের ঋণগ্রহীতা বলে সূত্র জানিয়েছে।এএ
Advertisement