আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৪৪ পাইলটের আত্মহত্যা

গত তিন দশকে যুক্তরাষ্ট্রের ৪৪ জন পাইলট আত্মহত্যা করেছেন। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)।প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যাকারী পাইলটদের সবাই পুরুষ। এরা সবাই পারিবারিক বা আইনি ঝামেলায় জড়িয়ে ছিলেন। আর আত্মহত্যার জন্য তারা এক ইঞ্জিনের ছোট বিমান বেছে নিয়েছিলেন।গত সপ্তাহে ফ্রান্সের আল্পস পর্বতমালার দুর্গম এলাকায় জার্মানউইংসের একটি এয়ারবাস আছড়ে পড়ে। এতে মারা যান ১৫০ আরোহী। তদন্তে বেরিয়ে এসেছে, কো-পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার আত্মহত্যার প্রবণতা ছিল।এ ঘটনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্র থেকে এ প্রতিবেদন প্রকাশ করায় বিমানযাত্রীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।এএইচ/আরআই

Advertisement