জাতীয় দলে যোগ দেয়ার পর মেহেদী হাসান মিরাজের ব্যাট মোটে হাসছিল না। তবে নিজেকে মেলে ধরার অপেক্ষায় ছিলেন। অবশেষে তার ব্যাট হাসলো; হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে। দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন ১৯ বছরের যুবা। টেস্টে এটি মিরাজের প্রথম ফিফটি।১০২ বলে পৌঁছালেন মিরাজ অর্ধশতকের ঘরে। ১০টি বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস। বরিচন্দ্রন অশ্বিনের বলে রাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশ রান পূর্ণ করেন মিরাজ।বাংলাদেশ দল যখন খাদের কিনারে। ঠিক তখনই মুশফিকের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মিরাজ। সপ্তম উইকেটে এই জুটির কল্যাণে বাংলাদেশের স্কোরশিটে জমা হয় ৮৭ রান।দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও মিরাজ। অধিনায়ক মুশফিক আছেন ৮১ রান নিয়ে। আর মিরাজ অপরাজিত আছেন ৫১ রানে। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২২ রান। এখনও ৩৬৫ রানে পিছিয়ে রয়েছেন টাইগাররা।এনইউ/জেআইএম
Advertisement