অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর স্টল পরিদর্শনের লক্ষ্যে বাংলা একাডেমির নেতৃত্বে আজ শনিবার টাস্কফোর্স কমিটি গঠিত হচ্ছে। খবর বাসস।বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানিয়েছেন, শনিবার ৬ সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হবে। শিগগিরই এ কমিটি মেলা পরিদর্শনে নামবে।তিনি জানান, কমিটি মেলার স্টলগুলো পরিদর্শন করে নিষিদ্ধ গ্রন্থ ও অন্যান্য সামগ্রী, যেমন- অশ্লীল, রুচিগর্হিত, জাতীয় নেতৃবৃন্দের প্রতি কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, অমর একুশে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি ও পাইরেটেড গ্রন্থ, পত্রিকা, পোস্টার, সিডি, ডিভিডি, এমন যা কিছু গ্রন্থমেলার পক্ষে ক্ষতিকর তা খুঁজে দেখবে।জালাল আহমেদ বলেন, অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’র নীতিমালা ও নিয়মাবলির ১৩.১৩, ১৩.১৪ ও ১৩.১৫ উপধারা মোতাবেক উল্লেখিত গ্রন্থ ও সামগ্রী মেলায় বিক্রি নিষিদ্ধ।তিনি বলেন, টাস্কফোর্স যদি মেলায় কোনও স্টলে নিষিদ্ধ ও ক্ষতিকর কোনও বই বা সামগ্রী পায় তাহলে ওই স্টলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।মেলা কমিটির সদস্য সচিব আরো বলেন, টাস্কফোর্স কমিটিতে বাংলা একাডেমির ১ জন, সংস্কৃতি মন্ত্রণালয়ের ১ জন, কপিরাইটের ১ জন, পুলিশের ১ জন এবং দুই প্রকাশনা সংস্থার ১ জন করে ২ জন প্রতিনিধি থাকবে।এএসএস/এনএফ/জেআইএম
Advertisement