খেলাধুলা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে র‍্যাংকিংয়ের শীর্ষে দ. আফ্রিকা

আমলা-ডি ককের সেঞ্চুরিতে সিরিজের পঞ্চম ওয়ানডেতে সহজ জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর এ জয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে গেছে এবি ডি ভিলিয়ার্সের দল। সুপারস্পোর্ট পার্কে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার আমলা-ডি কক। দুই জনে মিলে গড়েন ১৮৭ রানের জুটি। ৮৭ বলে ১০৯ রান করে সাজঘরে ফিরেন ডি কক। এই রান করার পথে তরুণ ব্যাটসম্যান ছাড়ান তিন হাজার রানের মাইলফলক। সেঞ্চুরিয়নে এটি তার চতুর্থ শতক। ডি ককের বিদায়ের পর ডু প্লেসিকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন আমলা। তবে আগের ম্যাচে দুর্দান্ত শতক পাওয়া ডু প্লসি ৩৪ বলে ৪১ রান করে বিদায় নেন। এরপর দ্রুত ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি ফিরলেও আমলা তুলে নেন ক্যারিয়ারের ২৪তম শতক। এরপর আমলার সঙ্গে ৪.৫ ওভারে ৬২ রানের বিধ্বংসী এক জুটি গড়েন বেহারডিন। ৪৯তম ওভারে ফেরার আগে ১৩৪ বলে ১৫টি চার আর ৫টি ছক্কায় ১৫৪ রান করেন ম্যাচ সেরা আমলা। বেহারডিন বিদায় নেওয়ার আগে ২০ বলে ৩২ রান করলে ৩৮৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। আর এতে ভারতকে টপকে ২৪ বারের মত ৩৫০ এর বেশি রান করলো দক্ষিণ আফ্রিকা।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেয় হারিয়ে ফেলে শ্রীলংকা। দলীয় ৮২ রানের মধ্যে বিদায় নেন লঙ্কানদের প্রথম পাঁচ ব্যাটসম্যান।তবে ষষ্ঠ উইকেটে পাথিরানার সঙ্গে ৯২ রানের জুটি গুনারত্নে। আর নবম উইকেটে সুরঙ্গা লাকমলের সঙ্গে ৯৭ রানের আরেকটি চমৎকার জুটিতে পরাজয়ের ব্যবধান কমান গুনারত্নে। শেষ পর্যন্ত তার ১১৪ রানে অপরাজিত ইনিংসের উপর ভর ২৯৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। ফলে ৮৮ রানের বড় জয় পায় স্বাগতিকরা।এমআর/এমএস

Advertisement