খেলাধুলা

‘বার্সাকে ফাইনালে দেখা কষ্টের ব্যাপার’

রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে আগেই। সেমিফাইনালে বার্সেলোনার কাছে হেরে কোপা দেল রে থেকে ছিটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। বলার অপেক্ষা রাখে না যে, টুর্নামেন্টটির ফাইনালে খুব একটা শক্ত প্রতিপক্ষ থাকছে না।থাকলোও না। কোপার শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সাকে লড়তে হবে আলাভেসের বিপক্ষে। যে দলটি কি না মেসি-নেইমারদের কাছে পাত্তা পাওয়ারই কথা না। তবে ফাইনাল বলে কথা। সাবধানেই পা ফেলতে হবে কাতালান দলটিকে। কারণ- পঁচা শামুকেও তো পা কাটে।এদিকে ফাইনালে বার্সাকে দেখা কষ্টের ব্যাপার; এমন মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তী রাউল গঞ্জালেজ। এটা বুঝতে হয়তো বাকি নেই কারোরই যে, রিয়াল না দেখে কষ্ট পেয়েছেন রাউল। যে ক্লাবটিতে খেলেছেন ৫৫০টি ম্যাচ; সেই দলই যখন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তখন কি আর ভালো লাগে। তাছাড়া চির প্রতিদ্বন্দ্বী বার্সা আবার ফাইনালে!রিয়াল মাদ্রিদের বিদায়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রাউল। তাই স্প্যানিশ এই কিংবদন্তীর মুখে এমন সংলাপ, ‘যখন একটি টুর্নামেন্ট থেকে আপনি ছিটকে পড়বেন; যেমনটা হয়েছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল; এটা সব সময়ই কষ্টের ব্যাপার। তার চেয়ে বড় কথা- চির প্রতিদ্বন্দ্বী (বার্সা) উঠে গেছে ফাইনালে; এটা কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।’ এনইউ/পিআর

Advertisement