খেলাধুলা

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল

মেসি-নেইমার-সুয়ারেদের উপস্থিতিতে লিওনের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা। আর অনেকদিন পর মাঠে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।এছাড়া আরও জোড়া গোল করেছেন তরুণ ফুটবলার মুনীর আল হাত্তাদি। লিওনেল মেসি ও সান্দ্রো রামিরেজ একটি করে গোল করেন। এই ম্যাচের মধ্যদিয়েই বার্সায় অভিষেক হলো লুইস সুয়ারেজের।অনেক দিন ধরে মাঠের বাহিরে ছিলেন নেইমার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেরুদণ্ডে গুরুতর চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাহিরে ছিটকে যান ২২ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে অনেকদিন পর মাঠে ফিরে বিশ্বকপের দুর্দান্ত ফর্মটাই যেন টেনে নিয়ে আসলেন ক্লাবের হয়ে। প্রথম ম্যাচেই জোড়া গোল করে বুঝিয়ে দিলেন আসন্ন মৌসুমের জন্য প্রস্তুত তিনি।

Advertisement